নড়াইলের লোহাগড়া উপজেলায় খাল থেকে এক অজ্ঞাতপরিচয় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার হলদা গ্রামের খালের কচুরিপানার ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নলদী ইউনিয়নের হলদা গ্রামের খালের কচুরিপানার মধ্যে স্থানীয়রা অজ্ঞাতনামা ওই কঙ্কালটি দেখতে পান। এরপর তারা লোহাগড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে কঙ্কালটি উদ্ধার করে।
পুলিশ কঙ্কালটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কঙ্কালটির পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, হলদা গ্রাম থেকে একটি অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, কঙ্কালটির পরিচয় শনাক্তকরণ এবং পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

