সুন্দরবনে হরিণের মাংস ও সরঞ্জামসহ শিকারি আটক, ১১৫ কেজি মাছ জব্দ

আরো পড়ুন

সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের শাকবাড়িয়া নদী এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংস, ১১৫ কেজি মাছ, ২টি নৌকা এবং হরিণ ধরার ফাঁদসহ মোঃ দিদারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। আটক দিদারুল মহারাজপুর গ্রামের মৃত হামিদ গাজীর ছেলে।
সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে, কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীনের নেতৃত্বে বনরক্ষীরা এই অভিযান চালায়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে এসময় মনিরুল সরদার নামে আরেকজন শিকারি পালিয়ে যায়। সে ১নং কয়রা গ্রামের হাবিবুর সরদারের ছেলে।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাকবাড়িয়া নদী এলাকা থেকে ৪৮ কেজি হরিণের মাংস এবং হরিণ ধরার সরঞ্জামাদিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। একইসঙ্গে ১১৫ কেজি মাছ ও ২টি নৌকা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাছ ও হরিণের মাংস আদালতের মাধ্যমে মাটিতে বিনষ্ট (নষ্ট) করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ