যশোরের সদর উপজেলার শেখহাটি দক্ষিণপাড়ায় মঙ্গলবার সকালে (১৪ অক্টোবর) বাকিতে তেল বিক্রি করতে রাজি না হওয়ায় রাহাত হাসান (৩২) নামের এক যুবককে হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। রাহাত মফিজুর রহমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, শহরের শেখহাটি বাবলাতলায় রাহাত হাসানের নিজের দোকানে একই এলাকার সৌরভ হোসেনের ছেলে শিহাব (৩২) ও মুকুলের ছেলে শাকিল (৩৪) বাকিতে তেল কিনতে আসে। রাহাত বাকিতে তেল বিক্রি করতে অস্বীকার করলে প্রথমে তারা নগদ টাকায় তেল কিনে নিয়ে যায়। তবে এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে শিহাব ও শাকিল মিলে রাহাত হাসানকে হকিস্টিক দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা রাহাত হাসানকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোরের শেখহাটিতে বাকিতে তেল না দেওয়ায় যুবককে হকিস্টিক দিয়ে পিটিয়ে জখম

