প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর অর্থ-সম্পদ আত্মসাৎ, মা-মেয়ের বিরুদ্ধে অভিযোগ যশোরে

আরো পড়ুন

যশোরে: প্রেমের সম্পর্ক স্থাপন করে এক প্রবাসীর কাছ থেকে জমি, স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক নারী ও তাঁর মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সজীব হোসেন (২৪) কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সজীব শহরের শংকরপুর বটতলা মসজিদ ইসাহাক সড়ক এলাকার মামুন হোসেনের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, সজীব হোসেন ২০১৮ সালে লেবাননে কর্মসংস্থানের জন্য যান। প্রবাসে থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তিনি একই এলাকার জান্নাতুল নাহার মুনমুনের সঙ্গে পরিচিত হন এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
অভিযোগে সজীব উল্লেখ করেছেন, মুনমুনের মা আকলিমা খাতুন (৪৫) তাঁদের সম্পর্ক মেনে নিয়ে সজীব দেশে ফিরলে বিয়ের আশ্বাস দেন। এই সুযোগে প্রথমে স্বর্ণালংকার তৈরির কথা বলে মানিগ্রামের মাধ্যমে সজীবের কাছ থেকে তিন লাখ টাকা নেন। এরপর জমি কেনার প্রলোভন দেখিয়ে আরও পাঁচ লাখ টাকা পাঠাতে বলা হয়। সজীব টাকা পাঠালে অভিযুক্ত মা ও মেয়ে সেই অর্থ উত্তোলন করে নেন।
পরে সজীব দেশে ফিরে জানতে পারেন, তাঁর নামে জমি রেজিস্ট্রি না করে মুনমুনের বড় বোন মিমের নামে জমি কেনা হয়েছে। প্রবাসী সজীব আরও অভিযোগ করেন, এখন তাঁকে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক চঞ্চল কুমার জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বশেষ