বিএনপি কর্মী লিটন হত্যা মামলায় ৯ আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বিএনপি কর্মী লিটন হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত নয় আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (তারিখ উল্লেখ নেই) তাঁরা যশোরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে এবং তিনি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
আদালতে আত্মসমর্পণ করা আসামিরা হলেন: দুর্গাপুর গ্রামের গোলাম মোস্তফা (বাকা বাসুতুল্লাহর ছেলে), শামিম মিয়া, প্রবল মিয়া (আলমগীরের ছেলে), রিপন হোসেন (মহসিন মিয়ার ছেলে), হানিফ (আব্দুল আজিজের ছেলে), আনার মিয়া (আদম আলীর ছেলে), আহম্মদ আলী (ছবেদ আলীর ছেলে), শফিকুল ইসলাম (আবুল হোসেনের ছেলে) এবং শিকারপুর গ্রামের আলী আজম জুয়েল (আলমগীরের ছেলে)।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১০ অক্টোবর রাতে লিটন হোসেন গ্রামের চেয়ারম্যান মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আসামিরা সেখানে এসে পূর্বশত্রুতার জেরে তাঁকে গালিগালাজ শুরু করে। লিটন প্রতিবাদ করলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা আজগর আলী বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এজাহারনামীয় এই ৯ জন আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁরা সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। তবে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো পড়ুন

সর্বশেষ