যশোরের সদর উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন খালাতো ভাই। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার সাতমাইল লাউখালী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো- সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭) এবং রসুলপুর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি লাউখালীতে তাদের নানা আনোয়ার হোসেনের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। তারা নানাবাড়ির পাশে লাউখালী বাওড় বা পুকুরের (বিভিন্ন সংবাদ মাধ্যমে বাওড়/পুকুর উল্লেখ রয়েছে) কাছে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটির পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তারা পানিতে ডুবে মারা গিয়েছিল।
যশোরে লাউখালী বাওড়ে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

