যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া গ্রামে পুকুরে ডুবে তাওহীদ হাসান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তাওহীদ ওই গ্রামের বিপুল হোসেনের ছেলে।
শিশুটির নানা তরফ আলী জানান, তাওহীদের বাবা-মা ইসলামপুর এলাকায় থাকেন। আজ সকালে সবার অগোচরে খেলতে গিয়ে শিশু তাওহীদ বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়।
দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাওহীদ হাসানের এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সন্তানহারা হয়ে তার বাবা-মা এখন প্রায় দিশেহারা অবস্থায় রয়েছেন।
যশোরে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

