যশোর প্রতিনিধি:
বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে না, বরং ইসলামী মূল্যবোধকে তাদের চরিত্রে ধারণ করে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ধর্মীয় চেতনার প্রতিফলন ঘটিয়েছেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেই ধারাবাহিকতা রক্ষা করবেন। ইসলাম ও এর মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওলামা-মশায়েখদের ভূমিকা ও দেশ পূর্ণগঠনে তাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অমিত বলেন, বিএনপি সবসময় জনগণের মত ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি মনে করে, সংখ্যাগরিষ্ঠের রায়ে জয়ী দলই দেশ পরিচালনা করবে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, যেখানে আলেম-ওলামারা দাড়ি রাখতে এবং মাথায় টুপি পরতে ভয় পেতেন, যা অপরাধ হিসেবে গণ্য হতো। তিনি দাবি করেন, বিএনপি তখনো আলেম-ওলামাদের পাশে ছিল এবং এখনো আছে।
হাসিনা সরকার বিরোধী আন্দোলনে আলেম-ওলামাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে অমিত বলেন, বিএনপি তাদের আত্মত্যাগকে সম্মান করে। তিনি মন্তব্য করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যেভাবে ইসলামের খেদমত করেছেন এবং আলেম সমাজের ইজ্জত-সম্মান দিয়েছেন, আগামী দিনে তাদের যোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমানও ঠিক একই কাজ করবেন।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, রুহুল আমিন, মুফতি মুজিবুর রহমানসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মাসুদুর রহমান।
বিএনপি ধর্মকে রাজনীতির হাতিয়ার করে না, ইসলামী মূল্যবোধ ধারণ করে”: অনিন্দ্য ইসলাম অমিত

