চৌগাছায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে লিফলেট বিতরণ

আরো পড়ুন

যশোরের চৌগাছা উপজেলায় পাঁচ দফা দাবিতে লিফলেট বিতরণ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা বাজারের বিভিন্ন সড়কে এই লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির নুরুল ইসলাম, সেক্রেটারি নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহমেদ, গিয়াস উদ্দিন ও পৌর আমির আব্দুল খালেকসহ স্থানীয় নেতারা।
লিফলেটে উত্থাপিত পাঁচটি দাবি হলো:
১. আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হবে।
২. আসন্ন নির্বাচনে উভয় পক্ষের জন্য ‘পিয়ার পদ্ধতি’ চালু করতে হবে।
৩. সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।
৪. বর্তমান সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করতে হবে।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
এ সময় জামায়াতে ইসলামীর নেতারা দাবিগুলো বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরো পড়ুন

সর্বশেষ