যশোরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ড

আরো পড়ুন

যশোরের ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং দৈনিক গ্রামের কাগজ পত্রিকার সার্কুলেশন ম্যানেজার কুদ্দুসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তিনি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, রবিবার ভোররাত আনুমানিক আড়াইটার দিকে ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামে তার নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন কুদ্দুস। এ সময় প্রতিবেশীদের চিৎকার শুনে তিনি জেগে ওঠেন এবং দেখতে পান বাড়ির বিছালি গাদায় আগুন ধরেছে। দ্রুত এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কুদ্দুস বলেন, পরিকল্পিতভাবে কেউ তার বাড়িতে আগুন দিয়েছে বলে তিনি মনে করছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিনি প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ