শার্শায় চাঁদার দাবিতে প্রাইভেটকার ভাঙচুর ও চালককে মারধর, থানায় অভিযোগ

আরো পড়ুন

শার্শার বাগআঁচড়া বাজারের প্রাইভেটকার স্ট্যান্ডে এক প্রাইভেটকার চালককে মারধর ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। চাঁদা না দেওয়ায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী চালক আব্দুল কুদ্দুস (২৩) শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অনুযায়ী, আব্দুল কুদ্দুস দীর্ঘ দিন ধরে বাগআঁচড়া বাজারে প্রাইভেটকার স্ট্যান্ডে গাড়ি রেখে যাত্রী পরিবহন করেন। স্থানীয় দুই যুবক তারেক (বাগআঁচড়া গ্রামের বাসিন্দা) এবং আলম (কলারোয়া উপজেলার চারা বটতলা গ্রামের বাসিন্দা) তার কাছে প্রতি মাসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আব্দুল কুদ্দুস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাকালে অভিযুক্ত তারেক তার কাছে চাঁদা দাবি করেন এবং কুদ্দুস টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করেন। এরপর তারেক ইট দিয়ে গাড়ির সামনের কাঁচ ভেঙে ফেলেন এবং বোনেটের ওপর উঠে লাফিয়ে গাড়ি ভাঙচুর করেন। এ সময় আলম মোটরসাইকেল নিয়ে এসে কুদ্দুসের গাড়ি আটকে রাখেন এবং গালিগালাজ করেন। এতে কুদ্দুস গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
ভুক্তভোগী আব্দুল কুদ্দুস অভিযোগ করেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস করে না। চাঁদা না দিলে তারা তাকে খুন বা গুম করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, তারা একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ