যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ১৭টি মামলার আসামি ইমলাককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তিনি সদর উপজেলার সালিয়াট গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং নিষিদ্ধ চরমপন্থী সংগঠন ‘সর্বহারা’র আঞ্চলিক নেতা মফজেল হত্যা মামলারও একজন আসামি।
মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাতের নেতৃত্বে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের একটি দল গোপালপুরের ফুলতলা বাজার থেকে ইমলাককে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও চারটি তাজা গুলি উদ্ধার করা হয়।
ওসি আবুল হাসনাত জানান, সন্ত্রাসী ইমলাক দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযান চালানো হয় এবং তাকে হাতেনাতে ধরা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
স্থানীয় সূত্রের খবর, ইমলাক হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ের মতো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। নিজেকে সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের অনুসারী বলে পরিচয় দিয়ে তিনি অপরাধ করে বেড়াতেন।
যশোরে অস্ত্রসহ ১৭ মামলার আসামি সন্ত্রাসী ইমলাক আটক

