বিএনপি’র ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) যশোর শাখার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী শতদল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই ক্যাম্পে ৮৬৪ জন দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
একইসঙ্গে, ২৬ জন রোগীকে বিনামূল্যে চোখের অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ক্যাম্পটি পরিদর্শন করেন।
ক্যাম্পে যারা চিকিৎসা সেবা দেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ড. উবায়দুল ইসলাম উজ্জ্বল, ড. দেবাশীষ দত্ত, ড. আজিম উদ্দিন, ড. আবু হায়দার মো. মনিরুজ্জামান, এবং আরও কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক।
এই স্বাস্থ্য ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড্যাব নেতা ড. ফারুক এহতেশাম পরাগ, ড. রবিউল ইসলাম তুহিন ও ড. আতাহার তুর্য্য।
যশোরে বিএনপি ও ড্যাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

