চৌগাছা: পীর বলুহ দেওয়ানের মেলায় মাদকসেবী ও জুয়াড়ি আটক

আরো পড়ুন

যশোরের চৌগাছায় শতবর্ষী ঐতিহ্যবাহী হাজরাখানা পীর বলুহ দেওয়ানের মেলায় অভিযান চালিয়ে চার মাদকসেবী ও একজন জুয়াড়িকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে এসআই মেহেদী হাসান মারুপ এবং এসআই উত্তম কুমার মণ্ডলসহ পুলিশের একটি দল অংশ নেয়।
আটককৃতরা হলেন: চৌগাছা উপজেলার বিরবেরগোবিন্দপুর গ্রামের আজিম হোসেন (১৯), লস্কারপুর গ্রামের ইসরাফিল (৫৮), ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা গ্রামের আশিক (২০), কালুহদা গ্রামের রাশেদুল ইসলাম (১৮) এবং ইছাপুর গ্রামের ইয়াসিন (২৫)।
উপজেলা ভূমি সহকারী কমিশনার তাসমিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে এই পাঁচজনকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মেলার নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই পুলিশ কঠোর নজরদারি রেখেছে। মেলার পরিবেশ যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ থাকে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। উল্লেখ্য, এই মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সামাজিক মিলনমেলা। স্থানীয়রা আশা করছেন, পুলিশের কঠোর অবস্থানের কারণে মেলা নির্বিঘ্নে চলবে।

আরো পড়ুন

সর্বশেষ