ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর আওতাধীন বেনীপুর বিওপি সংলগ্ন মেইন পিলার ৬৩/৭-এস এর কাছে সীমান্তের শূন্যরেখায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫৮ বিজিবি সূত্র জানায়, বৈঠকে মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি এবং তার স্টাফ অফিসারসহ মোট ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। অন্যদিকে, ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মুগনথান এবং তার স্টাফ অফিসারসহ ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার প্রতিরোধ, মাদক চোরাচালান রোধ, বিএসএফ কর্তৃক পুশ-ইন না করা এবং সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ পারস্পরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সীমান্তে বিদ্যমান নানা সমস্যা নিয়ে ঘণ্টাব্যাপী ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের শূন্যরেখা ধরে প্রায় দুই কিলোমিটার পথ একসঙ্গে হেঁটে সৌহার্দ্য প্রকাশ করেন।
পরিশেষে, উভয় বাহিনীর পক্ষ থেকে আগামী দিনগুলোতেও সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সুসম্পর্ক রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

