যশোর-বেনাপোল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

আরো পড়ুন

যশোর: যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পৌর বাস টার্মিনালের সামনে একটি ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২০ বছর বয়সী মোঃ চয়ন হোসেন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মোঃ শাহিন নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন।
নিহত চয়ন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মুকুল হোসেনের ছেলে। আহত শাহিন কাগজপুকুর গ্রামের শাহজালালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল থেকে যশোরগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৫৯০২) এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে এই সংঘর্ষ ঘটে। মোটরসাইকেলে থাকা চয়ন ও শাহিন দুজনের কারোরই হেলমেট ছিল না।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক চয়নকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাহিনকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ