ঝিকরগাছায় ইউএনও ভুপালী সরকারের বদলি ঠেকাতে আন্দোলনের হুঁশিয়ারি

আরো পড়ুন

ঝিকরগাছা, যশোর: সদ্য বদলি হওয়া ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ভুপালী সরকারের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সম্প্রতি বুধবার (১০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভুপালী সরকারকে বাঘারপাড়া উপজেলায় বদলি করা হয়। এই আকস্মিক বদলির সিদ্ধান্তে ঝিকরগাছার সাধারণ মানুষ ক্ষুব্ধ।
একাধিক সেবাগ্রহীতা জানান, ইউএনও ভুপালী সরকার একজন সৎ, স্বচ্ছ এবং জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। তিনি দায়িত্ব পালনে কোনো দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেননি। তার অক্লান্ত পরিশ্রমে ঝিকরগাছা উপজেলাকে একটি মডেল হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছিল। তিনি সাধারণ মানুষের জন্য রাত-দিন পরিশ্রম করেছেন এবং তাদের অভিভাবকের মতো পাশে ছিলেন। মাত্র এক বছরেই তিনি সবার মন জয় করে নিয়েছেন।
স্থানীয়দের মতে, সরকার নির্দেশনার বাইরে গিয়ে তিনি অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। এমন একজন মানবিক কর্মকর্তার বদলি আদেশ বাতিল করে তাকে ঝিকরগাছায় রাখার জন্য তারা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানিয়েছেন। এই আদেশ প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। বর্তমানে সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

আরো পড়ুন

সর্বশেষ