যশোর: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। ১২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বেনাপোল, কাশিপুর, রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ৬ লাখ ৮৭ হাজার ৭৪০ টাকা।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে: বিদেশি মদ, চকলেট, ফুচকা, কাজু বাদাম, হরলিক্স, বিভিন্ন প্রকার কীটনাশক, চায়না দোয়ারী জাল, শাড়ি, পোশাক এবং কসমেটিক্স সামগ্রী।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত গোয়েন্দা ও অভিযানিক কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান বন্ধ করতে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যশোর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান ও মাদক জব্দ

