যশোর: আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এই অভিযানে চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে মোট সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গত ৯ জুলাই, ডিবি পুলিশের একটি দল যশোরের কোতয়ালী থানাধীন পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য শহিদুল ইসলাম @ শহিদকে (৪২) গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে নড়াইল ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে আরও ছয়জনকে গ্রেফতার এবং চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা (মামলা নং- ৩৬) রুজু করা হয়েছে।
এই মামলার তদন্তের ধারাবাহিকতায় এবং আসামিদের দেওয়া জবানবন্দি ও আধুনিক প্রযুক্তির সহায়তায় গত ১১ ও ১২ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আরও অভিযান চালানো হয়। এই অভিযানে চক্রের সক্রিয় সদস্য ১. মোঃ হাসানুর রহমান (২২), ২. মোঃ মুরসালিম (২১), ৩. মোঃ আজিম শিকদার (২১) এবং ৪. মোঃ তামিম (২৪)-কে গ্রেফতার করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী, মোট সাতটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে দুটি Yamaha R15, তিনটি SUZUKI Gixxer, একটি Pulsar এবং একটি Yamaha FZ V-3 মোটরসাইকেল।
এই মামলায় এখন পর্যন্ত মোট ১০ জন আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং সর্বমোট ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ১২ সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার, ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

