যশোরে ভারতীয় সংযোগ সন্দেহে যুবক আটক

আরো পড়ুন

যশোরে সাইফুল ইসলাম ওরফে আরিফুর রহমান সোহেল (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ভারতীয় মোবাইল সিমকার্ড, মেট্রোরেলের স্মার্ট কার্ড, ভিসা কার্ডসহ নানা সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি ভারতীয় গুপ্তচরবৃত্তি বা বড় কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানার এসআই মো. মোফাজ্জেল হোসেন যশোর টাউন হল মাঠ থেকে তাকে আটক করেন। এসময় তার বস্তা থেকে বিভিন্ন অপারেটরের ২৬টি সিমকার্ড (যার মধ্যে ২টি সচল ও ১টি ভারতীয়), ভারতীয় মেট্রোরেলের স্মার্ট কার্ড, রিতুরম্ভা সরকারের নামে এসবিআই ব্যাংকের গ্লোবাল ভিসা কার্ড, আসিফ খান নামে ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ময়মনসিংহের সম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা দাবি করেন। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে তা অস্বীকার করা হয়। পরে যশোরের কৃষ্ণবাটির বাসিন্দা হিসেবে তার পরিচয় মেলে। কিন্তু স্বজনদের কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।

পুলিশ সন্দেহ করছে, আটক যুবক সরকারকে বেকায়দায় ফেলতে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে পারেন। তাকে কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ