যশোর: যশোর শহরের গাড়িখানা এলাকায় এক নারীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় হাতেনাতে এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক মেডিকেল শিক্ষার্থী পায়ে হেঁটে গাড়িখানা রোড দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলেন। সে সময় ইফতেখার হোসেন রোহান নামে এক যুবক তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে রোহানকে ধরে ফেলে এবং পরে তাকে পুলিশে সোপর্দ করে।
আটককৃত রোহান শহরের ঘোপ নওয়াপাড়া রোডের রফিকুল ইসলাম লিটনের ছেলে। পুরোনো কসবা পুলিশ ফাঁড়ির এসআই জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় রোহানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, আটকের পর রোহানের পরিবারের সদস্যরা থানায় এসে দাবি করেন যে, সম্প্রতি রোহান বিপথে চলে গেছে এবং সে মানসিকভাবে অসুস্থ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
যশোর শহরে মোবাইল ছিনতাইকালে যুবক আটক,

