যশোরে প্রশ্নবিদ্ধ ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন কমিটি নিয়ে সমালোচনা

আরো পড়ুন

যশোরে সম্প্রতি অনুষ্ঠিত ইভেন্ট ম্যানেজমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ও কমিটি গঠন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী গোষ্ঠী লোক দেখানো নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্যের একটি “পকেট কমিটি” তৈরি করেছে। যার নেপথ্যে রয়েছেন সাজেদুর রহমান অপু। তিনি নিজেই হয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক। অথচ তার প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স দুই বছর ধরে নবায়ন করা হয়নি। শুধু তিনিই নন, নবগঠিত কমিটির ১৫ সদস্যের কেউই ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা পরিচালনার শর্ত পূরণ করেননি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পৌরসভার নিয়ম-নীতি উপেক্ষা করে তারা ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা চালাচ্ছেন। অথচ যশোরের প্রথম সারির ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলোকে না জানিয়েই এই নির্বাচন ও কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার অনুমোদিত প্রতিষ্ঠান রয়েছে ১৭টি। তবে চলতি অর্থবছরে মাত্র ৬টি প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স নবায়ন করেছে। বাকিদের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। নবগঠিত কমিটির বেশিরভাগ সদস্যেরই কোনো বৈধ লাইসেন্স নেই।

বিশ্লেষণে দেখা গেছে, কমিটির সভাপতি হারুন অর রশিদ মূলত ফুল ব্যবসায়ী। তার ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার কোনো ট্রেড লাইসেন্স নেই। সাধারণ সম্পাদক সাজেদুর রহমান অপুও দুই বছর আগে লাইসেন্স করলেও তা আর নবায়ন করেননি। অন্য সদস্যদের অনেকেই একসময় লাইসেন্স করলেও দীর্ঘদিন তা নবায়ন করেননি। আবার কেউ কেউ আদৌ এ ব্যবসার সঙ্গে যুক্ত নন।

যশোরের স্বীকৃত ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ীরা অভিযোগ করেন, একটি গোষ্ঠী ভূঁইফোড় সংগঠন খুলে ফায়দা লুটতে চাইছে। তাদের মধ্যে অনেকে ফুল ব্যবসায়ী, ডেকোরেটর বা অন্য পেশায় জড়িত। মনগড়া নাম ব্যবহার করে তারা গ্রাহকদের প্রতারিত করছেন।

এ বিষয়ে কমিটির সভাপতি হারুন অর রশিদ স্বীকার করেন, তার ইভেন্ট ম্যানেজমেন্ট লাইসেন্স নেই। সাধারণ সম্পাদক সাজেদুর রহমান অপুও স্বীকার করেন, পৌরসভা থেকে তালিকা সংগ্রহ না করেই কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, ভুলবশত যাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা নেই তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে; তবে ভবিষ্যতে তাদের বাদ দেওয়া হবে।

যশোর পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, সাধারণ ব্যবসা ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার মধ্যে পার্থক্য রয়েছে। নবায়ন ফিও তিনগুণ। কেউ সাধারণ ব্যবসার আড়ালে ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ