টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর ‘সোনার বাংলা’ বাসায় দুর্বৃত্তদের হামলা, দুইটি গাড়ি ভাঙচুর

আরো পড়ুন

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের ব্যক্তিগত বাসা ‘সোনার বাংলা’তে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় বাসার দুইটি গাড়ি ভাঙচুর হয়।

বাসার কেয়ারটেকার জানান, ঘটনার সময় কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ১০-১৫ জন দুর্বৃত্ত ইট-পাটকেল ছুড়ে ও মই ব্যবহার করে বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা দুইটি গাড়ি ভাঙচুরের পর আশেপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক প্রতিবেশী বলেন, “রাতে হঠাৎ এমন আক্রমণ দেখে আমরা সবাই ভয় পেয়ে যাই। এর আগে আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেনি।”

টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ জানান, হামলার তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা মনে করছেন, এলাকার নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণেই দুর্বৃত্তরা সহজে হামলা চালাতে পেরেছে। ইতোমধ্যে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ