যশোরে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়িসহ ৩ জন গুরুতর জখম

আরো পড়ুন

যশোর সদর উপজেলার বিরামপুর এলাকায় ছুরিকাঘাতে তিনজন গুরুতর জখম হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শ্বশুর মোহাম্মদ আলী (৪৮), তাঁর স্ত্রী শাহনাজ (৪০) এবং ছেলে রনি (২২)। তাঁরা সবাই সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। বর্তমানে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের ভাষ্য, মেয়েকে আনতে মোহাম্মদ আলী শ্বশুরবাড়ি বিরামপুরে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে জামাই ইসাহাক আলীর ছেলে ইব্রাহিম (৩০) ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনজনই রক্তাক্ত জখম হন।

এ ছাড়া অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলীর মেয়ে তাসমিয়া আক্তার মিম (২০)-কেও মারধর করে শ্বশুরবাড়িতে আটকে রাখা হয়েছে। স্বজনরা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন

সর্বশেষ