মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা গোপনে দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা করছেন। সূত্র জানিয়েছে, আসন্ন অক্টোবর মাসে গিয়ংজুতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে এই সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। ওই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন প্রশাসনের তিনজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এপিইসি সম্মেলন মূলত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত আলোচনার কেন্দ্রবিন্দু হবে। এটি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক পুনর্গঠন এবং নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে পারে।
কর্মকর্তারা আরও জানান, বৈঠক নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গত মাসে এক ফোনালাপে শি জিনপিং ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরে আমন্ত্রণ জানান। এর পাল্টা আমন্ত্রণও করেছেন ট্রাম্প, তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।
সফরের বিস্তারিত পরিকল্পনা এখনো চূড়ান্ত না হলেও এটি যুক্তরাষ্ট্রে নতুন অর্থনৈতিক বিনিয়োগ আনার সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগের বিদেশ সফরগুলোতেও—যেমন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে—অর্থনৈতিক সহযোগিতাকে প্রাধান্য দিয়েছিলেন ট্রাম্প।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়া সফরের প্রধান লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা হলেও বাণিজ্য, প্রতিরক্ষা এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে।

