যশোরে যুবককে চোখ-মুখ বেঁধে জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম

আরো পড়ুন

যশোরের চৌগাছা উপজেলার ফুলসাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এক যুবককে চোখ-মুখ বেঁধে জিআই পাইপ দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মেকাইল (২৭)। তিনি ওই গ্রামের কলিমুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের বিপুল, রবিউল, মিজার ও রানা মেকাইলকে গায়ের গেঞ্জি দিয়ে চোখ-মুখ বেঁধে মাথা, পিঠ ও হাতে জিআই পাইপ দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের দাবি, মেকাইলের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় জানতে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।?

আরো পড়ুন

সর্বশেষ