যশোরে মাদকসহ নারী আটক

আরো পড়ুন

যশোরের রেলগেট এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী বিজরী সুলতানা বিথিকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রেলগেট মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক বিজরী সুলতানা রেলগেট রায়পাড়ার জাহাঙ্গীরের স্ত্রী। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার হাতে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ