ঝিনাইদহে ১০ম শ্রেণির ছাত্রী নিখোঁজ, সাড়ে ৫ মাসেও সন্ধান মেলেনি

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নিঝুম খাতুন (১৫) নিখোঁজের সাড়ে পাঁচ মাস পার হলেও তার কোন সন্ধান মিলছে না। দীর্ঘ সময় ধরে মেয়ের খোঁজ না পেয়ে হতাশায় দিন গুনছে তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হযরত আলী ও তাসলিমা খাতুন দম্পতির মেয়ে নিঝুম গত ১৩ মার্চ ২০২৫ তারিখে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজের মা তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পরপরই রাখালভোগা গ্রামের মো. কামাল ডাক্তারের ছেলে ও মামলার ১নং আসামি জিমকে আটক করে পুলিশ। তবে তাকে জিজ্ঞাসাবাদ করেও নিখোঁজ শিক্ষার্থীর বিষয়ে কোন তথ্য সংগ্রহ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহাবুর রহমান বলেন, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু এখনও কোন ইতিবাচক অগ্রগতি পাওয়া যায়নি।” একই বক্তব্য দেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদুর রহমান।

অন্যদিকে, মামলার বাদী নিখোঁজের মা তাসলিমা খাতুন অভিযোগ করে বলেন, “আমি র‌্যাব ও পুলিশের দ্বারে দ্বারে ঘুরেছি। কিন্তু আজও আমার মেয়েকে উদ্ধার করতে পারেনি তারা। এখন আমরা হতাশায় ভুগছি—আমার মেয়ে জীবিত না মৃত তাও জানি না।”

এদিকে, মামলার এক আসামি হাটকোট থেকে এবং আরও দুইজন স্থানীয় আদালত থেকে জামিন নিয়েছে। অপর একজনকে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে বলে ভুক্তভোগী পরিবার জানায়।

সাড়ে পাঁচ মাস কেটে গেলেও মেয়ে নিখোঁজ থাকায় পরিবার চরম হতাশায় দিন কাটাচ্ছে। তারা সরকারের উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ