যশোর শহরতলীর পুলেরহাট বেড়বাড়ি এলাকায় বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনায় সন্ত্রাসী বাহিনী প্রধান তানভীর হাসান তানসহ তার সহযোগীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গভীর রাতে (আড়াইটার দিকে)। স্থানীয় বেড়বাড়ি মসজিদ কমিটির সহসভাপতি বাবুল হোসেন একটি মামলা দায়ের করেন। মামলায় তান বাহিনীর প্রধান তানভীর হাসান তান ছাড়াও ইয়াসিন ওরফে গিট্টু, আবু সুফিয়ান নিরব, মনা, সাগর, বাঁধন, জিসান, তরিকুল ইসলাম, জয়, নুর আলী, ইব্রাহিম ও সোহেল ওরফে মুরগী সোহেলসহ একাধিক সন্ত্রাসীর নাম উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নানা অপরাধে জড়িত। তারা স্থানীয়দের নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছিল। এমনকি মসজিদ কমিটির সেক্রেটারি আনোয়ার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে জানালার গ্লাস ভাঙচুরও করে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে স্থানীয়দের উদ্যোগে বৈঠক ও কমিটি গঠন করা হলে মঙ্গলবার রাতে তারা এলাকায় প্রবেশ করে। তখন স্থানীয়রা মাইকে সন্ত্রাসী ধরার ঘোষণা দিলে তান বাহিনীর সদস্যরা বোমা বিস্ফোরণ ও গুলি ছুড়ে পালিয়ে যায়। সেখান থেকে বোমার স্প্লিন্টার, অবিস্ফোরিত বোমা ও গুলির খোসা উদ্ধার করে পুলিশ। এ মামলায় আবু সুফিয়ান নিরবকে আটক করা হয়েছে।
অন্যদিকে, যৌথবাহিনীর অভিযানেও বুধবার বিকেলে কৃষ্ণবাটি এলাকার একটি চায়ের দোকান থেকে তান বাহিনীর আরও চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি চাকু জব্দ করা হয়। আটকরা হলেন—শাহামান সিদ্দিকী লাবীব, বিজয় হোসেন, ইয়াসিন আরাফাত ও সারাফাত হোসেন।
তবে বাহিনী প্রধান তানভীর হাসান তান এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় এসআই আলমগীর হোসেন দ্রুত বিচার আইনে তানসহ পাঁচজনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেছেন।

