যশোরে বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবাদের জন্য মেডিকেল রিহ্যাবিলিটেশন ক্যাম্প

আরো পড়ুন

যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁচতে শেখা-র উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে দুই দিনব্যাপী মেডিকেল রিহ্যাবিলিটেশন স্কিনিং ক্যাম্প শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় সংস্থার প্রধান কার্যালয়ে ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেলা গোমেজ। এ সময় জেলাপ্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধিতার ধরন সঠিকভাবে শনাক্ত করা গেলে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম আরও ফলপ্রসূ হয়। অনেক অভিভাবকের অজ্ঞতার কারণে শিশুরা সময়মতো যথাযথ চিকিৎসা পায় না। তাই প্রাথমিক পর্যায় থেকেই অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও পুনর্বাসনকর্মীরা প্রতিবন্ধী শিশু ও যুবাদের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা, থেরাপি এবং ভবিষ্যতের করণীয় বিষয়ে অভিভাবকদের পরামর্শ প্রদান করছেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কার্যক্রমে প্রথম দিনে ৫০ জন রেজিস্ট্রেশনকৃত শিশু ও যুবা সেবা গ্রহণ করেছে।

বাঁচতে শেখার নির্বাহী পরিচালক ও প্রকল্পের ফোকাল পারসন পলাশ হিউবার্ট গোমেজ জানান, শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী শিশু ও যুবাদের জন্যও বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি সেবা অব্যাহত থাকবে। চলতি মাসে আরও একটি এবং আগামী সেপ্টেম্বর মাসে আটটি ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পাঁচ শতাধিক শিশু ও যুবাকে সেবার আওতায় আনা হবে।

অভিভাবকরা জানান, বিনামূল্যে এ ধরনের চিকিৎসা কার্যক্রম তাদের জন্য বড় সহায়তা। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পারলেও ক্যাম্পের নির্দেশনা ও থেরাপি তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য আশার আলো দেখাচ্ছে।

এ কার্যক্রমে সহযোগিতা করছে জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা টিম। প্রকল্পটি লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডসের আর্থিক সহায়তা এবং সেন্টার ফর ডিজএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। এর আওতায় “শারীরিকভাবে অক্ষম ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত শিশু ও যুবাদের চিকিৎসা ও পুনর্বাসন” প্রকল্প গত ১ মার্চ থেকে যশোর পৌরসভা ও সদর উপজেলার আরবপুর ও নওয়াপাড়া ইউনিয়নে কার্যকর করা হয়েছে।

প্রকল্প প্রোগ্রাম ফোকাল হিমেল সঞ্জীব কিসকু জানান, নির্ধারিত এলাকার বাইরের প্রতিবন্ধী শিশুরাও এ সেবা নিতে পারবেন। পাশাপাশি প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার নিয়মিতভাবেই বাঁচতে শেখার কার্যালয়ে এই সেবা প্রদান করা হয়। আগামীকাল বুধবারও দিনব্যাপী ক্যাম্প চলবে।

আরো পড়ুন

সর্বশেষ