খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতা এস এম শামীম (৩৬) হত্যা মামলায় তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (২৮) ও মামাতো ভাই মো. ওবায়দুল্লাহ হাওলাদার বাদল (১৭)কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে খুলনা জেলা পুলিশ জানায়, পারিবারিক বিরোধ ও শারীরিক নির্যাতনের কারণে বৃষ্টি তার স্বামী শামীমকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ২২ আগস্ট রাতের খাবারের পর তিনি শামীমকে নিয়ে তৃতীয় তলার ফাঁকা ফ্ল্যাটে যান। কিছুক্ষণ পর মামাতো ভাই ওবায়দুল্লাহও সেখানে গিয়ে বৃষ্টির লুকিয়ে রাখা ছুরি দিয়ে শামীমের ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। পরে তারা ছুরিটি পাশের জলাশয়ে ফেলে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করেন।
পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন জানান, শামীম নিয়মিতভাবে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে বৃষ্টি হত্যার পরিকল্পনা করেন এবং ঘটনার তিনদিন আগে মামাতো ভাইকে বাড়িতে ডেকে নেন। জবানবন্দিতে দুজনেই হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তাদের তথ্য অনুযায়ী পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জলাশয় থেকে উদ্ধার করেছে।
এর আগে গত ২২ আগস্ট রাতে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় যুবদল নেতা এস এম শামীমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা রশিদা খাতুন (৬২) বাদী হয়ে ২৪ আগস্ট ডুমুরিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

