ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রীছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা চার যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যান।
পরে আহত অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফলে দুর্ঘটনায় মোট তিনজনের প্রাণহানি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দুর্ঘটনার সময় অতিরিক্ত গতিতে চলছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।

