ইউনিসেফে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র: যশোরে শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা

আরো পড়ুন

ইউনিসেফে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রতারণার অভিযোগে যশোরের শার্শার শামসুজ্জামান নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। তিনি শার্শা উপজেলার বুরুজবাগান এলাকার আব্দুর রশিদের ছেলে।

বুধবার (২০ আগস্ট) যশোর শহরের বারান্দী মাঠপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে আক্তারুজ্জামান মামলাটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শহরে চলার পথে শামসুজ্জামানের সঙ্গে পরিচয় হয় আক্তারুজ্জামানের। একপর্যায়ে নিজেকে ইউনিসেফ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখান। এ কথা বিশ্বাস করে আক্তারুজ্জামানের ভাগ্নি স্বপ্না ইয়াসমিন ও তার স্বামী খাইরুল ইসলাম চাকরির আশায় জামানত বাবদ ৩ লাখ টাকা এবং আনুষঙ্গিক খরচ বাবদ আরও দেড় লাখ টাকা, মোট সাড়ে ৪ লাখ টাকা দেন শামসুজ্জামানের হাতে।

পরে চলতি বছরের ২০ এপ্রিল ওই দম্পতির হাতে ইউনিসেফের দুটি নিয়োগপত্র তুলে দেন তিনি। কিন্তু চাকরিতে যোগদানের জন্য ঢাকার ইউনিসেফ অফিসে গেলে কর্তৃপক্ষ জানায়, নিয়োগপত্র ভুয়া। প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর শামসুজ্জামান টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা পরিশোধ না করায় ভুক্তভোগীরা আদালতের শরণাপন্ন হন।

আরো পড়ুন

সর্বশেষ