যশোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা এবি পার্টির আহ্বায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি ব্যারিস্টার খান আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মাহমুদ হাসান।
সভায় বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে এবি পার্টি কাজ করছে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সেবক হিসেবে ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে ব্যারিস্টার মাহমুদ হাসানকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

