নড়াইলে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৬

আরো পড়ুন

নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা আঞ্চলিক সড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।

আহতদের মধ্যে মোটরসাইকেল চালক সাকিব (২০) কে ঢাকায় পাঠানো হয়েছে। নারায়ণ (২৮) ও সুকদেব (৫০) কে যশোর ও খুলনায় উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে স্বজনেরা খুলনায় নিয়ে গেছেন।

স্থানীয় সূত্র জানায়, বেপরোয়া গতিতে চলা একটি মোটরসাইকেল অপর মোটরসাইকেল ও ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হয় আরোহী অপু বিশ্বাস। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরো পড়ুন

সর্বশেষ