প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে ভিডিওর ভয় দেখিয়ে অর্থ আদায়: যশোরে মামলা

আরো পড়ুন

যশোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর, শারীরিক সম্পর্ক স্থাপন এবং সেই সম্পর্কের ভিডিও ধারণ করে তা ফাঁস করার ভয় দেখিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা হয়েছে।

ভুক্তভোগী প্রথমে যশোর কোতোয়ালি থানায় অভিযোগ করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। পরে তিনি যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে অবশেষে ১৭ আগস্ট রাতে কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড করা হয়।

মামলার আসামি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ইকরামুল কবীর, পিতা মারজুল ইসলাম। ভুক্তভোগী নারী যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগে বলা হয়, ফেসবুকে ইকরামুলের সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর আসামি বিভিন্ন সময়ে বাদীর পিতার বাড়িতে গিয়ে প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং তা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে।

২০২৪ সালের ২ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি এবং ১৬ সেপ্টেম্বর একইভাবে আবারও শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগী নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ২৯ সেপ্টেম্বর তাকে ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়। চলতি বছরের ১৫, ২৩ ও ২৯ এপ্রিল ফের শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ৪৭ হাজার টাকা বিকাশের মাধ্যমে আদায় করে নেয়।

বাদী ২৮ জুন থানায় অভিযোগ করলে পুলিশ মামলা না নেওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে থানাকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন হোসেন জানিয়েছেন, মামলাটি রেকর্ড করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ