যশোর সদর উপজেলা কম্পাউন্ডে একটি অনুষ্ঠান থেকে পল্লী সঞ্চয় ব্যাংকের কেন্দ্রীয় সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনকে হেফাজতে নিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকার যাত্রাবাড়ীতে নাশকতা মামলায় তাদের নাম রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) সকালে দুই নেতা খুলনা বিভাগের সিবিএভুক্ত স্টাফদের নিয়ে সম্মেলনে অংশ নিচ্ছিলেন। দুপুরে তথ্য আসে যে তারা নাশকতা মামলার আসামি এবং বিগত সরকার আমলে দমন-পীড়ন ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সিনিয়র কর্মকর্তাদের নির্দেশে ডিবি টিম অনুষ্ঠানস্থল থেকে তাদের নিয়ে আসে।
ঘটনাস্থলে ডিবির অভিযানে হইচই শুরু হলে অনেক অংশগ্রহণকারী স্থান ত্যাগ করেন। পরে আটক দুজনকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী পদে কর্মরত।
ডিবির ওসি এনামুল হক জানান, সিআর মামলার প্রমাণ মিললেও তাদের আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়নি। অন্যান্য অভিযোগ যাচাই করা হচ্ছে এবং সিনিয়র কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

