যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামের কলোনি পাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর গায়ে গরম পানি ঢেলে দিয়েছেন স্ত্রী। এতে স্বামীর শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।
শুক্রবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত হাসানুল কবীর (৪৭) মৃত আবুল হোসেনের ছেলে। তার স্ত্রী শামিমা খাতুনের (৩৬) বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, হাসানুল ঘরে শুয়ে থাকাকালে শামিমা পাতিলে থাকা গরম পানি তার শরীরে ঢেলে দেন। চিৎকার শুনে পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।

