নিজস্ব প্রতিবেদক:
যশোরের বেনাপোল সীমান্তঘেঁষা ব্যাঙদাহ গ্রামের রবিউল ইসলামের তিন মাসের গাভীন গরুটি দড়ি ছিঁড়ে পালিয়ে যায় গত ৭ আগস্ট ভোররাতে। পথে কুকুরের ধাওয়া খেয়ে গরুটি আতঙ্কে দিগ্বিদিক ছোটে এবং কাবিলপুর সীমান্ত পেরিয়ে যায়।
পরিবারটি সঙ্গে সঙ্গে মাইকিংয়ের চেষ্টা করে, কিন্তু মসজিদ থেকে অনুমতি না পাওয়ায় ভাড়ার মাইকে প্রচার চালায়। তবে বিজিবির একাধিক সদস্য সাফ জানিয়ে দেন—”মাইকিং করে লাভ নেই, আপনাদের গরু ইন্ডিয়ারা খেয়ে ফেলেছে।”
পরবর্তীতে পরিবারটি স্থানীয়দের সঙ্গে নিয়ে শাহজাদপুর বিজিবি ক্যাম্পে গেলে, শুরুতে তাঁরা গরু আটকের কথা অস্বীকার করেন। পরে স্বীকার করেন, বিজিবির টহল দল গরুটি আটক করে দ্রুত বেনাপোল কাস্টমসে হস্তান্তর করে এবং মাত্র ২-৩ ঘণ্টার মধ্যেই তা নিলামে বিক্রি হয়—৭০ হাজার টাকায়।
অনেক খোঁজাখুঁজির পর গরুর বর্তমান মালিকের সন্ধান পাওয়া যায়। তিনি গরুটি জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনা জানার পর মানবিক কারণে জবাই স্থগিত করেন এবং জানান, নিলামের মূল্য ৭০ হাজার টাকা দিলে গরুটি ফেরত দেবেন।
গরুর মালিকপক্ষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি পোষা প্রাণী পালিয়ে গেলে তা চোরাচালান হয় কীভাবে? বিজিবি কি মালিক খোঁজার চেষ্টা করতে পারত না?”
এখন পরিবারটি অর্থ সংগ্রহে ব্যস্ত। তবে গরুটি ফিরে পেলেও হৃদয়ে রয়ে গেছে এক গভীর ক্ষত:
“প্রাণটা আমাদের, অথচ অধিকারটা অন্যের হাতে!”
প্রচার / মালিকপক্ষ । ইকরামুল ইসলাম

