নড়াইলের লোহাগড়ায় তিন বছর বয়সী শিশু নুসরাত জাহান রোজা হত্যা মামলায় সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
নুসরাতের মৃত্যু ঘটে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি। ওই দিন সকালে ভাইয়ের মারধরে কান্নারত অবস্থায় শিশুটিকে ঘরের একটি কক্ষে নিয়ে গিয়ে মুখ চেপে ধরেন সৎ মা জোবাইদা। এতে শ্বাসরোধ হয়ে মারা যায় নুসরাত। পরে মরদেহ কম্বলে মুড়িয়ে বারান্দার খাটে রেখে দেন তিনি।
বাড়িতে ফিরে শিশুটিকে খুঁজে না পেয়ে তার দাদা খায়ের কাজী এবং দাদী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জোবাইদার দেখানো জায়গা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পরদিন নিহত শিশুর দাদা খায়ের কাজী লোহাগড়া থানায় জোবাইদাকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত রায় দেন।

