খাজুরায় ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আরো পড়ুন

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাজুরা পুলিশ ক্যাম্পের নবনিযুক্ত ইনচার্জ পিন্টু কুমার মণ্ডল।

আটক ব্যক্তিরা হলেন, মাগুরার শালিখা উপজেলার নাঘোসা গ্রামের খাইরুল ইসলাম (৩০) ও ইমন হোসেন (২১)। তারা একই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খাজুরা বাজারের ব্রিজঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইনচার্জ পিন্টু কুমার মণ্ডল, সহকারী ইনচার্জ রাশেদ সর্দার ও মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় চতুরবাড়িয়ার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল এমন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে খাইরুলের পকেট থেকে ২০ পিস ও ইমনের পকেট থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এর আগে ৩১ জুলাই রাতে একই ক্যাম্পের পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ নবাব (২৫) নামে আরেক মাদক কারবারিকে আটক করে। নবাব বাঘারপাড়ার সেকেন্দারপুর গ্রামের শংকর তরফদারের ছেলে।

ইনচার্জ পিন্টু কুমার মণ্ডল বলেন, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

আরো পড়ুন

সর্বশেষ