গাংনীতে ককটেল বিস্ফোরণের পর সড়কে ভয়াবহ ডাকাতি, তদন্তে পুলিশ

আরো পড়ুন

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কে ককটেল বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট আতঙ্কের সুযোগ নিয়ে সংঘবদ্ধ ডাকাত দল ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটিয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে গাংনী-ধানখোলা সড়কের একটি নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী বাজার থেকে কয়েকজন পথচারী বাড়ি ফেরার পথে ধানখোলা সড়কে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা ডাকাতরা তাদের গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ওইসব পথচারীর কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতির পরপরই তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুষ্কৃতকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনায় কেউ হতাহত না হলেও বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কিছু মাস আগেও একই স্থানে একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল। পুনরায় এমন ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

 

আরো পড়ুন

সর্বশেষ