যশোরে অপরাধে জড়িত থাকার অভিযোগে আ.লীগ নেতা ও মেম্বারসহ তিনজন আটক

আরো পড়ুন

ইযশোরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন—সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শওকত আলী, বেজপাড়া তালতলা এলাকার সহিদুর রহমান শিশির এবং বাঘারপাড়ার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ও দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি তাপস বিশ্বাস।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তার করে আসছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়া এবং সরকারবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

শওকত আলী ও শিশিরকে মঙ্গলবার সকালে দড়াটানা এলাকা থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ২০২৪ সালের ৪ আগস্ট বিএনপির পার্টি অফিসে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপরদিকে, তাপস বিশ্বাসকে মনিহার এলাকা থেকে আটক করা হয়। পুলিশ জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের সময় তিনি বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা ও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। এ মামলায় তাকে আদালতে উপস্থাপন করা হলে তার জামিনও নামঞ্জুর করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ