জুলাই-আগস্টের চেতনা ধারণ না করলে তা ফ্যাসিবাদের ইঙ্গিত” — যশোরে জামায়াত নেতার মন্তব্য

আরো পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হুসাইন বলেছেন, যারা জুলাই-আগস্টের চেতনা ধারণ করে না, তাদের মাঝে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। তিনি অভিযোগ করেন, সরকার এখনো জুলাই আন্দোলনের আহত ও শহীদদের জন্য যথাযথ উদ্যোগ নেয়নি, যা অত্যন্ত দুঃখজনক। জামায়াত এ দায়িত্ব গ্রহণ করেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় যশোরে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হুসাইন আরও বলেন, “জামায়াত একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। এটি শুধু বক্তব্য বা মিছিলের মাধ্যমে নয়, বাস্তব কার্যক্রমের মাধ্যমেই অর্জন করতে হবে।”

জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন—সহকারী অঞ্চল পরিচালক মাওলানা আজীজুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস এবং তিনটি আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী: অ্যাড. গাজী এনামুল হক (যশোর-৫), আব্দুল কাদের (যশোর-৩), অধ্যাপক মোক্তার আলী (যশোর-৬)। এছাড়া উপস্থিত ছিলেন শহর আমির অধ্যাপক শামছুজ্জামান ও সদর উপজেলা আমির অধ্যাপক আশরাফ আলী।

গণসমাবেশ শেষে জামায়াতের ব্যানারে একটি বিশাল মিছিল বের করা হয়, যেখানে দলটির দাবি অনুযায়ী প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন।

একই দিনে জেলা প্রশাসনও জুলাই শহীদদের স্মরণে শহরের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। পরে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।

আরো পড়ুন

সর্বশেষ