সরকারবিরোধী বিক্ষোভে গুলি চালানোর অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসি আই ইনভেস্টিগেশনস

আরো পড়ুন

বিবিসি আই ইনভেস্টিগেশনসের এক অনুসন্ধানে দাবি করা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা সরকারবিরোধী বিক্ষোভে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমতি সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলেন।

অনুসন্ধানে ফাঁস হওয়া একটি ফোনালাপ যাচাই করে বিবিসি এবং স্বাধীন অডিও ফরেনসিক সংস্থা ‘ইয়ারশট’। ১৮ জুলাই ২০২৪ তারিখে গণভবন থেকে করা একটি ফোনকলে শেখ হাসিনাকে এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে উদ্দেশ করে বলতে শোনা যায়, “তাঁরা যেখানেই আন্দোলনকারী পাবেন, গুলি করবেন।”

ইয়ারশটের ফরেনসিক বিশ্লেষণে নিশ্চিত করা হয়, রেকর্ডিংটি এডিট বা কারসাজিমুক্ত এবং এতে কণ্ঠস্বর, স্বরছন্দ, টেলিফোন ফ্রিকোয়েন্সি ও ব্যাকগ্রাউন্ড নয়েজ বিশ্লেষণে তা প্রামাণ্য বলে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ পুলিশের সিআইডিও রেকর্ডিংয়ের কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে জানিয়েছে।

মানবাধিকার বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, “এই রেকর্ডিংটি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে।” তিনি জানান, মামলাটি আন্তর্জাতিক পর্যায়ে বিচারাধীন রয়েছে এবং অন্যান্য প্রমাণসহ এ অডিও উপস্থাপন করা হতে পারে।

এদিকে, আওয়ামী লীগের এক মুখপাত্র বিবিসিকে জানান, রেকর্ডিংটির সত্যতা নিয়ে তাঁরা নিশ্চিত নন এবং এতে বেআইনি উদ্দেশ্য রয়েছে বলেও মনে করেন না।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত ২০৩ জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে ৭৩ জন গ্রেপ্তার রয়েছেন। একইসঙ্গে আন্দোলন দমনে পুলিশের ভূমিকা নিয়েও দেশের অভ্যন্তরীণ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ