নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো আজ (মঙ্গলবার, ৫ আগস্ট)। দিবসটি স্মরণে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে গণঅভ্যুত্থান দিবস।
সকাল থেকেই যশোর শহরে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসনের নেতৃত্বে শহরের প্রধান সড়কে একটি বিজয় মিছিল বের হয়, যাতে শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে যশোর বকুলতলায় নির্মাণাধীন শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের এই দিনে দেশব্যাপী ছাত্র-জনতার সক্রিয় অংশগ্রহণে একটি গণআন্দোলনের সূচনা হয়, যা জাতিকে নতুন বাংলাদেশের স্বপ্নে অঙ্গীকারবদ্ধ করে তোলে।

