যশোরে গাঁজার গাছসহ যুবক আটক

আরো পড়ুন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজার দুটি গাছসহ শুভংকর দাস (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুরে শহরের আরবপুর বিমানবন্দর সড়কের গোড়াপাড়া মন্দিরসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুভংকর ওই এলাকার বাসিন্দা শংকর দানের ছেলে।

অভিযান পরিচালনাকারী উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান জানান, অভিযানে দুটি গাঁজার গাছ জব্দ করা হয়। পরে শুভংকরের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এর আগে চৌগাছার একটি কলাবাগান থেকেও গাঁজার গাছ উদ্ধার হয়েছিল বলে জানা গেছে।

মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

আরো পড়ুন

সর্বশেষ