সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় সাংবাদিক শহিদুল ইসলাম দইচকে জেইউজে থেকে বহিষ্কার

আরো পড়ুন

সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)-এর সদস্য শহিদুল ইসলাম দইচকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে জেইউজের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকরামুজ্জামান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ।

এর আগে গত ২১ জুলাই অনুষ্ঠিত এক জরুরি সভায় শহিদুল ইসলাম দইচের বিরুদ্ধে একাধিক সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হলে, তিনি ২৩ জুলাই জবাব দাখিল করেন। তবে তার জবাব অসন্তোষজনক হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ধারা ৬(খ), ২৫ ও ২৬ অনুযায়ী ২ আগস্টের সভায় তাকে চূড়ান্তভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, শহিদুল ইসলাম দইচ এখন থেকে সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য নন। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে অন্য সদস্যদের উদ্দেশ্যে জানানো হয়েছে, বহিষ্কৃত এই ব্যক্তির সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, কোষাধ্যক্ষ এম এ আর মশিউর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।

 

আরো পড়ুন

সর্বশেষ