যশোরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নুপুর দেবনাথ (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের মুড়লী রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নুপুর দেবনাথ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল নাথপাড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাবুল কুমার দেবনাথ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নুপুর দেবনাথ স্বামীর মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ির উদ্দেশে যশোর শহর থেকে রওনা দেন। পথিমধ্যে মুড়লী রেলক্রসিং এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ মোটরসাইকেল থেকে লাফিয়ে চলন্ত ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহননের পথ বেছে নিলেন, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

