শার্শার উলাশীতে হতদরিদ্র নারীদের ভিডব্লিউভি চাল ছিনতাই, দুইজন গ্রেপ্তার

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে হতদরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিডব্লিউভি (VGF) চাল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) ভোরে ধলদা গ্রামে অভিযান চালিয়ে মিজানুর বিশ্বাস (৬০) ও লাল্টু বিশ্বাস (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা।

আটক মিজানুর মৃত রাজ্জাক বিশ্বাসের ছেলে এবং লাল্টু বিশ্বাসের বাবার নামও লাল্টু বিশ্বাস।

উলাশী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ জানান, গত বৃহস্পতিবার ভিডব্লিউভি তালিকাভুক্ত প্রত্যেক নারী সদস্যকে তিন বস্তা করে চাল বরাদ্দ দেওয়া হয়। চাল গ্রহণের পর নারীরা নিজ দায়িত্বে ভ্যানে করে তা বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় ধলদা মোড়ে নজরুল ইসলামের ছেলে ইয়ানুর, রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর, সুরত আলীর ছেলে মশিয়ার, আতিয়ার বিশ্বাসের ছেলে রফিকুলসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ভ্যান থামিয়ে নারীদের কাছ থেকে দুই থেকে তিন বস্তা করে চাল ছিনিয়ে নেয়। এ ঘটনার খবর বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত হয়।

বিষয়টি আমলে নিয়ে ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হোসেন বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা চাল পুনরায় ভুক্তভোগী নারীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ